
প্রকাশিত: Sun, Jun 30, 2024 12:03 PM আপডেট: Wed, Apr 30, 2025 4:42 AM
[১]পাঁচটি ড্যাস-৮ উড়োজাহাজ নিয়ে বিপাকে বিমান: বার বার দুর্ঘটনা
সালেহ ইমরান: [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২১টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি ড্যাস-৮ উড়োজাহাজ। এগুলোতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঘটছে একের পর এক দুর্ঘটনা। এতে করে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি এগুলোর মেরামতে বড় অঙ্কের টাকা গচ্চা দিচ্ছে সরকার। (রাইজিংবিডি ২৭-০৬-২০২৪)
[৩] গত এক সপ্তাহে অপারেশনে থাকা অবস্থায় বেশ কয়েকটি ড্যাস-৮ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সর্বশেষ কলকাতা থেকে ঢাকায় ফ্লাই করার পর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঝুঁকি নিয়েই একটি ইঞ্জন চালিয়ে কোনোমতে ঢাকায় অবতরণ করতে সক্ষম হন পাইলট। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড। এর আগে কক্সবাজারে এবং সর্বশেষ গত সপ্তাহে ওমানে ফ্লাইট পরিচালনার সময় আরো দুটি ড্যাস-৮ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। (বণিক বার্তা ২৮-০৬-২০২৪)
[৪] বিমান সূত্র জানায়, কানাডার বোমবারডিয়ার কোম্পানির তৈরি ড্যাস-৮ মডেলের উড়োজাহাজের ভাগ্য বাংলাদেশে খুব একটা ভালো নয়। ছোট আকারের উড়োজাহাজ হিসেবে বিশ্বব্যাপি এর সুনাম থাকালেও বাংলাদেশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিমানের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এই মডেলের উড়োজাহাজে কখনো চাকা খুলে যাওয়া, কখনো ফুয়েল ট্যাঙ্ক রিকেজ হয়ে যাওয়া, এমনকি বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা ঘটছে।
[৫] ২০১৯ সালে নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি ইউএস-বাংলার যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সেটিও ছিলো ড্যাস-৮ মডেলের। ওই দুর্ঘটনায় ফ্লাইটটির ৭১ জন যাত্রীর ৫১ জনই নিহত হন। নিহতদেও মধ্যে ২৬ জন ছিলেন বাংলাদেশী। (বাংলানিউজ)
[৬] বর্তমানে ড্যাস-৮ উড়োজাহাজগুলো দিয়ে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বর্তমানে যাত্রী অনেক বেড়ে যাওয়ায় দৈনিক ১২টি ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। এতে করে উড়োজাহাজগুলোর ওপর চাপ বাড়ার পাশাপাশি পাইলটেরও সঙ্কট দেখা দিচ্ছে। (জাস্ট নিউজ ২৮-০৬-২০২৪)
[৭] বিমানের কয়েকজন কর্মকর্তা বলেন, অনেক পুরনো হয়ে যাওয়ায় ড্যাস-৮ উড়োজাহাজগুলোতে বার বার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। বার বার মেরামতে প্রচুর টাকা ব্যয় হচ্ছে। (আমার সংবাদ ২৭-০৬-২০২৪)
[৮] সিভিল এভিযেশন বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, এ উড়োজাহাজগুলোর মেইনটেন্যান্স কতটা হচ্ছে সেটা দেখার বিষয়। ইঞ্জিনের সময় অনুযায়ী চেকআপ এবংয় লাইফটাইম অনুযায়ী পার্টস পরিবর্তন করতে হবে।
[৯] এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোশরা ইসলাম বলেন, যাত্রী অনেক বেড়ে যাওয়ায় পুরনো ড্যাস-৮ উড়োজাহাজগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। তবে এগুলো দিয়ে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের ফ্লাইটই চালানো হচ্ছে। আর মেইনটেন্যান্সে বিশেষ নজর দেয়া হচ্ছে। (সময়ের আলো ২৮-০৬-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
